কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে রেলি আলোচনা সভা অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া অনুষ্ঠিত
মোঃ হারুন উর রশিদ, কালিগঞ্জ,
কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে ১০ মার্চ শুক্রবার সকাল ১০ টায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি আলোচনা সভা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে। সকালে কালীগঞ্জ উপজেলা থেকে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে এক র্যালি বাইর হয়। পরে উপজেলা পরিষদ মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড নির্বাপনে এক মহড়া কালিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চৌকস কর্মীরা প্রদর্শন করেন। কালিগঞ্জ কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিতে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা সরকারি কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, নবযাত্রা ওয়ার্ল্ড ডিভিশনের প্রতিনিধি বিপ্লব কুমার তরফদার, কালিগঞ্জ ফায়ার সার্ভিস এর ইনচার্জ কর্মকর্তা আলী আকবার ফায়ার সার্ভিস কর্মী জাকির হোসেন কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আল আমিন, কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ মোমিনুর রহমান প্রমূখ। সভায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত তুলে ধরা হয় ও ভূমিকম্প অগ্নিকাণ্ড বিষয় মহড়া প্রদর্শন করা হয়।