কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবেঃ ড, মামুন

নিজস্ব প্রতিনিধি: ‘বর্তমান সরকার জগদ্দল পাথরের মত চেপে বসেছে। কঠোর আন্দোলনের মাধ্যমে এই জগদ্দল পাথরকে জনগনের ঘাড়ের ওপর থেকে নামাতে হবে। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারনে মানুষ এখন ১ কেজির বদলে ২০০ গ্রাম মাংস কিনছে। এতেই বোঝা যায় দেশে নীরব দূর্ভিক্ষ আঘাত হেনেছে’।

সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মামুন আহমেদ। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি অবশ্যই অংশ নেবে। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।

আজ শনিবার (১১ মার্চ) বেলা ১১টায় সাতক্ষীরার হাটের মোড় এলাকায় জেলা বিএনপির আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।