ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় ভোট পরবর্তী সহিংসতায় আক্রান্তদের দেখতে গিয়ে নিজেরাই আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন বামফ্রন্ট ও কংগ্রেস সংসদ সদস্যরা। ক্ষমতাসীন বিজেপি কর্মীরাই ওই হামলা চালিয়েছেন বলে তাদের অভিযোগ।
ত্রিপুরা পুলিশ বলছে সংসদ সদস্যদের দলটিতে থাকা কয়েকটি গাড়িতে ভাঙচুর হলেও কেউ শারীরিকভাবে আহত হননি।
তবে বিজেপি বলছে এ ধরনের হামলার কোনও ঘটনাই হয়নি।
সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের পরে বিরোধী বামফ্রন্ট ও কংগ্রেসের কর্মীদের বাড়ি-দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগের বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে বাম এবং কংগ্রেসের সাতজন সংসদ সদস্য ও বিধানসভার সদস্যরা তিনটি দলে ভাগ হয়ে শুক্রবার ত্রিপুরার বিভিন্ন এলাকায় ঘুরছিলেন। সিপাহীজলা জেলার নেহাল চন্দ্র নগর এলাকায় সংসদ সদস্যদের ওপরে হামলা হয় বলে অভিযোগ করছে বামফ্রন্ট ও কংগ্রেস জোট।