শ্যামনগর মন্দির ঘর ভাংচুরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগর চিংড়াখালী পারিবারিক মন্দির ঘর ভাংচুরের অভিযোগ উঠেছে । চিংড়াখালী গ্রামের মৃত রঙ্গলাল বৈদ্য পুত্র সতিন্দ্রনাথ বৈদ্য এঘটনায় শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। লিখিত অভিযোগে সতিন্দ্রনাথ বৈদ্য বলেন চিংড়াখালী গ্রামের মৃত লোকমান গাজীর পুত্র করিম শেখ, আব্দুর রহিম শেখ, রাবেয়া খাতুনদের সাথে একই পাশাপাশি বসবাস। ভিটা-বাড়ীর সম্পত্তি নিয়ে তারা বিভিন্ন সময়ে আমাদের সাথে বিরোধ করে। বিষয়টি নিয়ে বিগত ০৩ বছর পূর্বে এলাকার স্থানীয় ইউপি সদস্য সহ গন্যমান্য ব্যক্তিবর্গদের সমন্বয়ে আমাদের জায়গা জমি মাপ জরিপের মাধ্যমে সমাধান করে দেয়।

সে অনুযায়ী আমার যার যার অংশে ঘর বাড়ী তৈরী করে বসবাস করে আসছি। বিগত কিছুদিন পূর্বে অভিযুক্তরা পুনরায় আমাদের ভিটা বাড়ীর সম্পত্তির মধ্যে তাদের সম্পত্তি আছে মর্মে দাবী করে আসতে থাকে। একপর্যায়ে আমাদের বসত ভিটায় থাকা মন্দির ঘর ভাংচুর করে নতুন করে পাকা মন্দির ঘর নির্মাণ করাকালে ১০ মার্চ ২০২৩ তারিখ সন্ধ্যা’র সময় অভিযুক্তরা আমার বসত ভিটায় অনধিকার প্রবেশ পূর্বক কাজ বন্ধ করে দিয়ে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে।

এর প্রতিবাদ করায় আমাকে মারপিট করতে উদ্যত হয় এবং নব-নির্মিত পাকা স্থাপনা (মন্দিরঘর) এর পাকা প্রাচীর /দেওয়াল ভাংচুর করে ক্ষতিসাধন করে। আমাকে সহ আমার পরিবারের লোকজনদেরকে মেরে খুন জখম করবে, ভিটা বাড়ী ছাড়া করবে মর্মে বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে।
অভিযুক্ত রাবেয়া খাতুন বলেন, ওখানে আমাদের জায়গা পাওনা আছে। পুলিশ আসছিল আমাদের কাগজ নিয়ে বিকালে থানায় যেতে বলেছে।

Check Also

নারায়ণগঞ্জে শিশুসহ ৩ জনের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পুকুরপাড় থেকে বস্তাবন্দী অবস্থায় এক শিশুসহ দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।