ভারতীয় পরিবারের যে ধারণা, তার সঙ্গে তুলনীয় নয় পার্টনারদের মধ্যে লিভ টুগেদার, সমলিঙ্গের ব্যক্তিদের মধ্যে যৌন সম্পর্ক। ভারতীয় ধারণায় পরিবার হলো এমন একটি ধারণা যেখানে থাকবেন একজন স্বামী, একজন স্ত্রী এবং তাদের সন্তানরা। আবশ্যকভাবে সেখানে একজন স্বামী হবেন একজন বায়োলজিক্যাল মানুষ। একজন স্ত্রী হবেন একজন বায়োলজিক্যাল নারী। তাদের দু’জনের মিলনের ফলে জন্ম হবে সন্তানদের। তারা হবে বায়োলজিক্যাল পিতা এবং বায়োলজিক্যাল মাতার উত্তরসূরি। রোববার ভারতের সুপ্রিম কোর্টে এক আবেদনে এসব কথা বলেছে কেন্দ্রীয় সরকার। এতে এলজিবিটিকিউ যুগলরা আইনি বর্তমান যে কাঠামো আছে তাকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেছেন, তা প্রত্যাখ্যান করতে আদালতের কাছে কেন্দ্রীয় সরকার এসব যুক্তি তুলে ধরেছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে আরও যুক্তি দেয়া হয় যে, সমকামী ব্যক্তিদের মধ্যে বিয়ের রেজিস্ট্রেশন বিদ্যমান ব্যক্তিগত আইনের লঙ্ঘন।
এই আইনে সম্পর্কের একটি মাত্রা পর্যন্ত নিষেধাজ্ঞা দেয়া আছে, শর্তযুক্ত বিয়ের বিধি আছে, আনুষ্ঠানিক এবং রীতিগত বাধ্যবাধতকার প্রয়োজন আছে। কিন্তু ওই সম্প্রদায়ের রীতি এগুলো অনুসরণ করে না। বিয়ের প্রয়োজনীয় এবং অপরিহার্য উদ্দেশ্য হলো বিপরীত লিঙ্গের দুজন ব্যক্তির মিলন। এই সংজ্ঞা সামাজিক, সাংস্কৃতিক, আইনগত, বিয়ের ধারণার ওপর প্রতিষ্ঠিত। বিচার বিভাগের উচিত হবে না এই ধারণাকে মুছে দেয়া।