জামায়াত আমীরের পিতার জানায় হাজারো মানুষের ঢল: জামায়াতের শোক

মাওলানা কামরুজ্জামান এর পিতার জানাযা ও দাফন সম্পন্ন

সাতক্ষীরার কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা কামরুজ্জামান এর বাবা শফিউদ্দিন সানার দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার জোহর নামাজ শেষে গাজনা-ওফাপুর ফুটবল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।জানাজায় অংশ নিতে সাধারণ মানুষের ঢল নামে।বৃষ্টির বৈরী আবহাওয়া উপেক্ষা করেও নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক মুসল্লি জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মরহুমের স্ত্রী, ১ ছেলে, ৬ মেয়ে রয়েছে।

জানাজা নামাজে ইমামতি করেন মরহুমের সুযোগ্য সন্তান উপজেলা জামায়াতের আমীর ও জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা কামরুজ্জামান। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় জানাজা উত্তর সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস হাফেজ মাওলানা রবিউল বাশার, জেলার সিনিয়র নায়েবে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নুরুল হুদা, জেলা সেক্রেটারি মাও. আজিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য ডাক্তার মাহমুদুল হক, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল হামিদ, মাওলানা ওসমান গনি, জামায়াত নেতা এ কে এম আজিজুর, অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, অধ্যাপক ইউনুস আলী বাবু, মাওলানা গোলাম কবির শ্রমিক নেতা মাওলানা রুহুল কুদ্দুস, মাওলানা ওমর আলী, অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপাধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, মাস্টার আব্দুল মজিদ, সাবেক ইউপি চেয়ারম্যান আবু তালেব সরদার, মরহুমের শ্যালক সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান মালী কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, বসন্তপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সহ. সুপার মাওলানা আতাউর সহ হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জামায়েতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার আমীর মাওলানা কামরুজ্জামান এর পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে সাতক্ষীরা জেলা শাখার আমীর মুহাদ্দিস হাফেজ মাওলানা রবিউল বাশার ও সেক্রেটারি মাওলানা আজিজজুর রহমান। এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। প্রেসবিজ্ঞপ্তি।

Check Also

প্রকৌশলী গিয়াস উদ্দীনের রুহের মাগফিরাত কামনায় দোয়া

ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর অন্তবর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, ঢাকা ও ফোরাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।