আগামী ২২ মার্চ মুজিববর্ষ উপলক্ষে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উক্ত অনুষ্ঠান সফল করার লক্ষ্যে প্রেস-কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার ডিজিটাল কর্ণারে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস-ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনিরুজ্জামান, তথ্য সেবা কর্মকর্তা মোছা: হিরা খাতুন প্রমুখ। প্রেস ব্রিফিংয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা জানান, আগামী ২২ মার্চ সাতক্ষীরা সদরের ৪৪ টি ঘরের মধ্যে ৩৯ টি সম্পন্ন হওয়া ঘর হস্তান্তর করা হবে। এ পর্যন্ত সাতক্ষীরা সদর উপজেলায় ৫২৯ টি ঘর সম্পন্ন হয়েছে। প্রেস ব্রিফিংয়ে সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …