বৃটেন, বাংলাদেশ তথা সারা বিশ্বেই গণতন্ত্রের জন্য বাক স্বাধীনতা অত্যাবশ্যক বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। জিল্লুর রহমানের সঞ্চালনায় চ্যানেল আই’তে প্রচারিত জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’য় অংশ নিয়ে বেজায় উচ্ছ্বসিত উল্লেখ করে আজ (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের অফিসিয়াল একাউন্ট থেকে রবার্ট ডিকসন আরো লিখেছেন, অনুষ্ঠানটিতে বর্তমান রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক বিষয় নিয়েও বিস্তৃত আলোচনা করা হয়েছে।
উল্লেখ্য, দেশের বাক স্বাধীনতার বিষয়ে বরাবরই সরব আন্তর্জাতিক দূতিয়ালীতে পারদর্শী এই কূটনীতিক। স্মরণ করা যেতে পারে যে, গত বছরের এপ্রিলে মানবজমিনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে আগামী নির্বাচন প্রসঙ্গে আলোচনায় বৃটিশ হাইকমিশনার বলেছিলেন, “আগামীর নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বন্ধু হিসেবে আমরা তাই মনে করি। মানুষ যাতে অবাধে ভোট দিতে পারে, রাজনৈতিক দলগুলো সভা- সমাবেশ করতে পারে এই বিষয়টির ওপর জোর দিতে হবে বেশি। নির্বাচনের আগে মুক্তভাবে বিতর্ক করার সুযোগ থাকতে হবে।”