ব্র্যাক ওয়াস কর্মসূচির উদ্যোগে সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উদযাপন হয়েছে বৃহস্পতিবার সকাল ১০ টার সময় সাতক্ষীরা উপজেলা চত্বরে। এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ- জোহরা, বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা তুজ জোহরা, সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন, সাতক্ষীরা উপজেলা সমাজ সেবা অফিসার শেখ সহিদুর রহমান, সাতক্ষীরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, ব্র্যাক এর সাতক্ষীরা জেলা ব্যবস্হাপক আব্দুল ওহাব, প্রোগ্রাম অফিসার মোঃ রফিকুল ইসলাম, কর্মসূচি সংগঠক জহুরুল আলম। উক্ত দিবসে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ শিক্ষক ও সুশীল সমাজ উপস্থিত ছিলেন। এ উপলক্ষ্যে সাতক্ষীরা উপজেলা চত্বর থেকে বর্ণাঠ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলেন নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ সহ সকল বিষয়ে নারীদের সজাগ থাকতে হবে এ সব সময় নিরাপদ পানি পান করতে হবে।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …