বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার সদর উপজেলার মহিলা সদস্য (রুকন) সেলিনা খাতুন ২৬ মার্চ রাতে ৫৫ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ১ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বলাডাঙ্গা গ্রামে জানাযা শেষে তাকে সেখানেই দাফন করা হয়েছে।নিজ গ্রাম সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামে অনুষ্ঠিত জানাজা নামাজে ইমামতি করেন, জামায়াতের জেলা আমীর মুহাদ্দিস রবিউল বাশার। জানাজা পূর্ব স্মৃতিচারণ সভা বক্তব্য রাখেন, জামায়াতের জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা, সাবেক অধ্যক্ষ মাওঃ আঃ বারী, জেলা সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, উপজেলা আমীর মাওলানা শাহাদাৎ হুসাইন, নায়েবে আমীর মাওঃ আজাদুল ইসলাম, উপজেলা সেক্রেটারি সাবেক চেয়ারম্যান মাওঃ মোশাররফ হুসাইনসহ অনেকে। ।
শোকবাণীঃ
সাতক্ষীরা জেলার সদর উপজেলার মহিলা সদস্য (রুকন) সেলিনা খাতুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা আমীর মুহাদ্দীস রবিউল বাশার, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান সোমবার এক শোকবাণী প্রদান করেছেন। শোকবাণীতে নেতৃদ্বয় বলেন, মোসা: ) সেলিনা খাতুনকে-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন। শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। প্রেস বিজ্ঞপ্তি
Check Also
সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …