দেশ থেকে যে পরিমাণ টাকা পাচার হয় সেই টাকার যাকাত পেলে আগামি ১০ বছরের মধ্যে যাকাত নেওয়ার মানুষ খুজে পাওয়া যাবে না

সাতক্ষীরা সংবাদদাতা: প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, মুহাদ্দীস আব্দুল খালেক বলেছেন, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে রমজানের পরিপূর্ণ দাবি বাস্তবায়ন সম্ভব। বাংলাদেশ উলামা বিভাগ যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমের লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। গণতান্ত্রিক পন্থায় সুখী সমৃদ্ধিশালী সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ উলামা বিভাগ বদ্ধপরিকর।
গতকাল মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা জেলা উলামা বিভাগের উদ্যোগে ‘রমযান ও যাকাত’Ñ শীর্ষক ভার্চুয়ালি অনুষ্ঠিত সেমিনারে তিনি এসব কথা বলেন। সাতক্ষীরা জেলা উলামা বিভাগের প্রধান উপদেষ্টা মুহাদ্দিস রবিউল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি মুহাদ্দীস রবিউল বাশার আরো বলেন, কুরআন অধ্যয়নের মাধ্যমে কুরআনকে সঠিকভাবে জানা এবং সেই অনুযায়ী নিজের ব্যক্তিগত, পারিবারিক ও রাষ্ট্রীয় জীবন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করার মাধ্যমেই সত্যিকারার্থে পবিত্র রমজান মাসের হক আদায় করা সম্ভব। কুরআন থেকে হিদায়াত লাভের জন্য যে মন-মানসিকতা ও চরিত্রের প্রয়োজন, সেই মন ও চরিত্র গঠনের উদ্দেশেই মহান আল্লাহ তাআলা আমাদের ওপর মাহে রমজানের সিয়াম পালনকে ফরজ করেছেন। পূর্ণ মর্যাদার সাথে ও পরিপূর্ণ হক আদায় করে মাসব্যাপী সিয়াম পালনের মাধ্যমে লক্ষ্য অর্জনে সচেষ্ট হওয়ার জন্য তিনি যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা বাস্তবায়নের জন্য সকলের প্রতি আহ্বান জানান।’
সাতক্ষীরা জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গণির স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর শরীয়া বোর্ডের সাবেক সদস্য ড. আ.ছ.ম তরিকুল ইসলাম।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী বিশ^বিদ্যালয়ের আল-হাদিস এন্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড.আকতার হোসাইন, সাতক্ষীরা জেলা উলামা বিভাগের উপদেষ্টা মাওলানা আজিজুর রহমান, অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। এছাড়াও সেমিনারে যাকাতের গুরুত্ব, প্রয়োজনীয় ও সঠিক বন্টনের উপর কুরআন হাদীসের আলোকে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল গফফর, মাওলানা ওমর আলী, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা অহিদুজ্জামান, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা মুফতি মতিউর রহমানসহ অনেকে।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড.আকতার হোসাইন বলেন, পবিত্র মাহে রমজান পবিত্রতা রক্ষা এবং তাক্বওয়ার ভিত্তিতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনার শিক্ষা দেয়। বিশেষ করে এ মাসে রাসুল (সা) সব চেয়ে বেশি দান করতেন। তাই আমাদের উচিত যাকাত আদায়ের মাধ্যমে রমযানে হক আদায় করা। তিনি বলে ইচ্ছা অনুযায়ী যাকাত না দিয়ে শরীয়াতের নিদেশনা অনুযায়ী াকাত প্রদান করা দরকার। তিনি বলেন যাকাতের মুল দর্শন হলো গরীদের স্বালম্বী করা।
বক্তরা বলেন, বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা লুচপাট ও পাচার হয় সেই টাকার যাকাত পেলে আগামি ১০ বছরের মধ্যে বাংলাদেশে যাকাত নেওয়ার কোন মানুষ খুজে পাওয়া যাবে না।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।