ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্টাফ রিপোটার: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাতক্ষীরা শাখার উদ্যোগে “সার্বজনীন কল্যাণে মাহে রমজান” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল বৃহষ্পতিবার বিকালে ব্যাংক ভবনে অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা শাখার এসভিপি ও শাখা প্রধান মুহাঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ইসলামী শিক্ষাবিদ মাওলানা আব্দুল খায়ের। শাখা ব্যবস্থাপকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া ইফতার মাহফিল বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুফতি আখতারুজ্জামান, সমাজ সেবা অফিসার শহিদুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান। অনুষ্ঠানে শাখার কর্মকর্তা, গ্রাহক ও বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
“সার্বজনীন কল্যাণে মাহে রমজান” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান আলোচক বলেন, রমজান একটি সার্বজনীন কল্যাণ মূলক মাস। এ মাসের মতো উন্নত মাস আর নেই। এ মাসের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে সবাইকে তাকওয়া অর্জন করতে হবে। বিশেষ করে সুদ মুক্ত ব্যাংকিং ধারার প্রবর্তক ইসলামী ব্যাংক শরিয়াহ প্রতিপালনের মাধ্যমে দেশের জনগণকে ইসলামের একটি মহাপাপ থেকে রক্ষা করে যাচ্ছে। সুদের অভিশাপ থেকে জাতিকে রক্ষা করার জন্য এ ব্যাংক মুখ্য ভূমিকা পালন করে যাচ্ছে।

ব্যাংকটির ৪০তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে সারা দেশে ন্যায় সাতক্ষীরা জেলায় ব্যাংটির সকল শাখায় এক যোগে “সার্বজনীন কল্যাণে মাহে রমজান” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।