৬ এপ্রিল সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল সেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান-পিপিএম।
কল্যাণ সভায় পুলিশ সুপার মার্চ/২০২৩ মাসের কর্ম মূল্যায়ণে শ্রেষ্ঠ অফিসার-ফোর্সের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করেন। সম্মাননাপ্রাপ্ত কর্মকর্তাগণ হলেন- শ্রেষ্ঠ চৌকস অফিসার (বিশেষ সম্মাননা), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: সজীব খান, শ্রেষ্ঠ চৌকস অফিসার (সার্কেল) সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো: সাজ্জাদ হোসেন, শ্রেষ্ঠ চৌকস অফিসার ইনচার্জ সাতক্ষীরা থানা, আবু জিহাদ ফকরুল আলম খানসহ অন্যান্য ইউনিটের একাধিক কর্মকর্তাগণ। কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: সজীব খান, মীর আসাদুজ্জামানসহ সকলসহ সকল সার্কেল ও থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ।
Check Also
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …