এবার আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া নিয়ে আলোচনায় রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। সম্প্রতি এক তরুণীর সঙ্গে ভিডিওকলে ৫ মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যদিও ভিডিওটিকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন এমপি এনামুল। ভিডিওতে এমপি এনামুল ওই তরুণীকে বলতে শোনা যায়, ‘আমি যত টাকা লোন নিয়েছি তার ১০ গুণ টাকার তো গাড়িই আছে, সম্পত্তি আছে কয়েক হাজার কোটি টাকার। আমার সম্পত্তি দিয়ে তোমার লাভ কি? আমি যে গাড়িতে চড়ি সেই গাড়িটার দাম ৬ কোটি টাকা, ৪টা গাড়ি আছে ৬ কোটি টাকা দামের। আমার বউ যে গাড়িতে চড়ে সেটাও সাড়ে ৪ থেকে ৫ কোটি টাকা দাম, আমার ছেলে চড়ে সেটাও অনেক দামি গাড়ি। আমার ঢাকায় একটা গাড়ি, রাজশাহীতেও একটা সেটআপ আছে। পাজেরো গাড়িই আছে ৭টা। কে বলছে তোমাকে এ রকম ফালতু কথাবার্তা?’ তিনি বলেন, ‘আমার হাজার কোটি টাকা লোন থাকলে তার সমস্যা কি? কথা বলো না কেন? ফোন রেখে দিবো কিন্তু। আমাকে আর ১০ মিনিট পাবা তারপর আমি ঘুমিয়ে যাবো।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …