ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন জাতীয় দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। যে কারণে এবারের ঈদও বাবা-মায়ের সঙ্গে করা হচ্ছে না এই তারকার।
গত আড়াই বছরে ৫টি ঈদ আত্মীয়-স্বজনদের ছাড়া করতে হয়েছে মোস্তাফিজকে। এবারও সেই একই অবস্থা।
কাটার মাস্টার বলেন, ২০২১ সালে রোজার ঈদটা বাড়িতে করার একটা সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু আইপিএল থেকে ফিরে সোনারগাঁ হোটেলে কোয়ারেনটিনে বন্ধি থাকতে হয়। সেই বছর কোরবানির ঈদ করি জিম্বাবুয়ে সফরে।
মোস্তাফিজ বলেন, গত বছর আইপিএলের ব্যবস্তাতার কারণে রোজার ঈদ ভারতে করি। কোরবানির ঈদ করি জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে। এবারের ঈদও ভারতে করতে হচ্ছে।
দ্যা ফিজ খ্যাত এই তারকা আরও বলেন, যতদিন খেলব, এমনই জীবন আমাদের। পরিবারের সঙ্গে ঈদ যদি করতে হয়, খেলা ছেড়ে দেওয়ার পর করতে হবে। সারা জীবন তো আর খেলা থাকবে না।
তবে বাবা-মায়ের সঙ্গে ঈদ করা না হলেও এবারও স্ত্রী সামিয়া পারভীন শিমুকে ঈদে সঙ্গী হিসেবে পাচ্ছেন মোস্তাফিজ।