শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা: গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে সাতক্ষীরায় বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। ২৮ই এপ্রিল শুক্রবার সকাল ১১ঃ৩০ মিনিটে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে ১৫ দিন ব্যাপি এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
বৈশাখী মেলা উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, ‘এবারের পহেলা বৈশাখ পবিত্র রমজান মাসে পড়ায় যথাসময়ে মেলার আয়োজন করা যায়নি। দেরীতে হলেও শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলার উদ্বোধন করা হলো। আশা করি,এ মেলা সাতক্ষীরাবাসির হৃদয় জয় করবে।’ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, সহকারী কমিশনার শাহনেওয়াজ তানভীর, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, মেলা উদ্যাপন কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মানিক শিকদার, মাসিক সাহিত্যপাতার সম্পাদক ও দৈনিক সাতনদী পত্রিকার মফস্বল সম্পাদক আব্দুর রহমান, সাতক্ষীরা সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক মো ইব্রাহিম খলিল, সাংবাদিক মাসুদ আলী, বি এম এস এস খুলনা বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জাহান আলী মিটন, সাংবাদিক হাফিজুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।
প্রসঙ্গত, মেলায় ১শ’ স্টল তাদের নিজ নিজ পণ্য নিয়ে বসতে শুরু করেছে । মেলা চলবে দু’সপ্তাহব্যাপী। স্টলগুলোতে মনোহরী সামগ্রী কেনার সুযোগসহ চিত্তবিনোদনের জন্য নানা ব্যবস্থা রয়েছে। মেলা চলবে আগামী ১৩ মে ২০২৩ পর্যন্ত।