বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি রেভা: প্রদুত সরকার :: সম্পাদক উত্তম দাশ

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন সাতক্ষীরা তালা থানা শাখার নবগঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮শে এপ্রিল সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা তালা উপজেলা মদনপুর হাউজ চার্চ মিলনায়তনে সংগঠনের আহবায়ক রেভাঃ প্রদুত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি মি:স্বপন বৈরাগী সাধারণ সম্পাদক মি:পৌল সাহা সাংগঠনিক সম্পাদক রেভাঃথিয়ফিল গাজী,আইন বিষয়ক সম্পাদক মানিক সরকার, জেলা কমিটির সদস্য পাষ্টর ডেভিড গনেশ,রাজিত বিশ্বাস প্রমুখ।

রেভাঃ প্রদুত সরকারের উপস্থাপনায় অনুষ্ঠানে পবিত্র বাইবেল পাঠ ও প্রার্থনা করেন পাষ্টর হারুন সরকার।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের উদ্দেশ্য, লক্ষ্য এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বক্তব্য রাখেন, মি. স্বপন বৈরাগী, মি:পৌল সাহা,রেভাঃ থিয়ফিল গাজী, পাষ্টর ডেভিড গনেশ, পাষ্টর স্বপন সরকার প্রমুখ।
সভায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি মি: নির্মল রোজারিও স্বাক্ষরিত ২০২৩-২৫ কার্য্য নির্বাহী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার অনুমোদিত কমিটির অনুমোদনে তালা থানা কমিটির অনুমোদন প্রদান করেন, এবং সবশেষে মি:স্বপন বৈরাগী নির্বাচিত নবগঠিত কমিটির সকলের এক সংগে শপথ বাক্য পাঠ করান। প্রেস বিজ্ঞপ্তি

Check Also

সাতক্ষীরায় লটারীতে টিকে থাকা ৭১ শিক্ষার্থীকে ভর্তির সুযোগের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন  

সাতক্ষীরা প্রতিনিধি ভর্তির লটারীতে টিকে থাকার পরও শুধুমাত্র বয়সের অজুহাতে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।