সাতক্ষীরায় বিপুল পরিমাণে ফেনসিডিল ও মাদকদ্রব্যসহ গ্রেফতার ৩

সাতক্ষীরা থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫০ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল সহ গ্রেফতার-০১ এবং ১১০ পিচ মাদকদ্রব্য Tapentadol Tablets সহ গ্রেফতার-০২

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান, পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান স্যারের তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ/জনাব আবু জিহাদ ফকরুল আলম খান এঁর নেতৃত্বে থানার এসআই/আজিজ মাহমুদ, সঙ্গীয় এএসআই/শাহানুর রহমান, এএসআই/ইব্রাহীম রাসেল ও এএসআই/জিল্লুর রহমান ফোর্সের সহায়তায় ২৮ এপ্রিল, ২০২৩ তারিখ ২৩.২৫ ঘটিকায় সাতক্ষীরা থানাধীন সীমান্তপাড়া (গুচ্ছগ্রাম) গ্রামস্থ জনৈক মোঃ রিয়াজ হোসেন (২৫), পিং-রওশন আলী এর বসত বাড়ীর সামনে গাংনিয়া ব্রীজ হইতে খাসখামার গামী ইটের সলিং রাস্তার উপর হইতে আসামী ১. মোঃ কামাল শিকারী(৪৬), পিতা-মোঃ শামসুর রহমান ,স্থায়ী: গ্রাম- লহ্মীদাড়ী, উপজেলা/থানা- সাতক্ষীরাকে গ্রেফতার করেন। এ সময় ধৃত আসামীর হেফাজত হইতে ৫০ বোতল ফেন্সিডিল, ওজন ০৫ লিটার, মুল্য অনুঃ ১,০০,০০০/- (একলক্ষ) টাকাউদ্ধার পূর্বক জব্দ করা হয়-
২য় অভিযানে এসআই/আজিজ মাহমুদ, এসআই/মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় এএসআই/শাহানুর রহমান, এএসআই/ইব্রাহীম রাসেল ও এএসআই/জিল্লুর রহমান ফোর্সের সহায়তায় ২৮ এপ্রিল, ২০২৩ তারিখ ,২২.০৫ ঘটিকায় সাতক্ষীরা থানাধীন আলীপুর গ্রামস্থ ধৃত আসামী শাহিন আলী এর বসত বাড়ীর পশ্চিম পাশের কাচা রাস্তার উপর হইতে আসামী ১. শাহিন আলী (৩০), পিতা-শওকত আলী ,গ্রাম- আলীপুর (মাঝেরপাড়া) , ২. মোঃ বাদল গাজী(৫০), পিতা-মোঃ আফসার আলী গাজী, গ্রাম- আলীপুর (শিবপুর) , উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, জেলা –সাতক্ষীরাদ্বয়কে গ্রেফতার করেন। এ সময় ধৃত আসামীদ্বয়ের দেহ তল্লাশি করিয়া তাহাদের হেফাজত হইতে মোট ১১০ পিচ Tapentadol Tablets, ওজন ১১ গ্রাম, মূল্য অনুমান ২২,০০০/- টাকা।উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
এ সংক্রান্তে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করিয়া আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।  প্রেসবিজ্ঞপ্তি।

সম্পাদনায় : মুজাহিদুল ইসলাম

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।