শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরাঃ সাতক্ষীরায় ইসলামিক ফাউণ্ডেশন এর আয়োজনে মহান মে দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে “ইসলামের দৃষ্টিতে শ্রমিকের মর্যাদা ও অধিকার” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ শে এপ্রিল রবিবার বেলা ১২ টায় সাতক্ষীরা জেলা বাস টার্মিলাল মিলনায়তনে ইসলামিক ফাউণ্ডেশন সাতক্ষীরার উপ- পরিচালক মুহাম্মাদ আবুল কালাম আজাদ ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।
ইসলামের দৃষ্টিতে শ্রমিকের মর্যাদা ও অধিকার শীর্ষক আলোচনা করেন সেমিনারের প্রধান আলোচক পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার অধ্যাপক মুহাদ্দিস মাওঃ ইমরান হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোর্শেদ, জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক আব্দুল্লাহ সরদার।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম কালু, জেলা মটরশ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মুকুল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন টিটু,ভারপ্রাপ্ত ক্যাশিয়ার আনিছুর রহমান,বিশিষ্ট ব্যাবসায়ি ও সমাজসেবক মোঃ জিল্লুর রহমান, জেলা মটরশ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম রবি,সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মোহাব্বত, সাবেক ক্যাশিয়ার হুমায়ুন কবির স্বপন,মিরাজুল ইসলাম প্রমুখ। এসময় জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও জেলা মটরশ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দু’য়া ও মুনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউণ্ডেশনের মাষ্টার ট্রেইনার মাওঃ মোঃ আবুল কালাম।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামিক ফাউণ্ডেশন সদর ফিল্ড সুপারভাইজার মুহাঃ আসাদুল্লাহ।