কলারোয়ায় বিভিন্ন শ্রমিক সংগঠনের মে দিবস উদযাপন।

“চাই নিরাপদ কর্ম পরিবেশ, সুস্থ শ্রমিক উন্নত দেশ”এই প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরার কলারোয়ায় মে দিবস উপলক্ষে বর্ণ্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়ন ও কলারোয়া উপজেলা রিক্সা- ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে পৃথক র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলায় ইলেকট্রিশিয়ান ইউনিয়নের সভাপতি মোঃ জাকির হোসেন,ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটন, সহ-সাধারণ সম্পাদক কাজী মশিউল আজম তুহিন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, দপ্তর সম্পাদক হারুনুর রশীদ, সদস্য উসমান গনি, শেখ কবিরুল ইসলাম, মোবারক হোসাইন, ইয়াসিন আলম প্রমুখ।

অপরদিকে কলারোয়া উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি মশিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক জাহিদুর রহমান,ট্রেডনেতা আফজাল হোসেন,আশরাফুল ইসলাম, আনিসুর রহমান, মোহর আলী, রমজান আলী, ফারুক হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ১৮৮৬ সালে যে লক্ষ্য- উদ্দেশ্য সামনে রেখে আমেরিকার শিকাগো শহরে মেহনতী মানুষেরা জীবন উৎসর্গ করে ছিল, আজও সেই দাবি নিবৃতে কাঁদে পৃথিবীময়। আমরা সকল শ্রেনী-পেশার শ্রমিকের নিরাপদ কর্মক্ষেত্র ও ন্যায মুজুরি নিশ্চিত করনে সর্বদা পাশে থাকব। অবশেষে সকলকে মহান মে দিবসের কর্মসূচি সফল করায় ধন্যবাদ জ্ঞাপন করেন অতিথিবৃন্দ।

Please follow and like us:

Check Also

ঈদে স্ত্রীর জন্য মাংস কিনতে না পারায় দিনমজুর স্বামীর আত্মহত্যা

জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীর জন্য মাংস কিনতে না পেরে চিঠি লিখে আত্মহত্যা করেছেন হাসান আলী (২৬) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।