তালার খলিষখালী গ্রাম থেকে ইউনুস আলী গাজী (৩৫) নামে এক ভ্যানচালকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পার্শ্ববর্তী গনেশপুর গ্রামের ইসলাম গাজীর ছেলে। সোমবার (১ মে) সকালে গ্রামের লোকজন ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ লাশ উদ্ধার করে।
মৃত. ইউনুস গাজীর পিতা ইসলাম গাজী জানান, তার ছেলে ২০১৭ সাল থেকে মানসিক ভাবে অসুস্থ্য ছিল। তাকে বহুবার চিকিৎসা করালেও ফলপ্রসূ হয়নি। ইউনুস মাঝে মাঝে ভ্যান চালাতো এবং এর আগেও দু’বার আত্মহত্যার চেষ্টা করে।
তিনি জানান, গত শনিবার সকাল থেকে নিখোজ ছিল ছেলে ইউনুস আলী। তাকে বহুস্থানে খোজাখুজি করলেও তাকে পাওয়া যায়নি। অবশেষে সোমবার সকালে খলিষখালী গ্রামের শিব সিংহের বাঁশ বাগানের ভিতর ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার হয়। খলিষখালী ইউপি চেয়ারম্যান সাবীর হোসেন জানান, ইউনুস আলী গাজী মানসিকভাবে অসুস্থ্য ছিল। একারনে সে আত্মহত্যার করতে পারে বলে ধারনা করা হচ্ছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ঘটনাস্থল থেকে ইউনুসের লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …