আইনজীবী পরিষদের সাতক্ষীরা জেলা শাখার মতবিনিময় সভা

মাহফিজুল ইসলাম আককাজ : বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে জয়লাভ ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ মে) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি ভবনে বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের সাবেক সভাপতি এডভোকেট এস এম হায়দার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি এডভোকেট আব্দুল লতিফ, জিপি শম্ভুনাথ সিংহ, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুস সামাদ, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. রফিকুল ইসলাম রফিক, অ্যাডভোকেট এসএম আতাউর রহমান, এডভোকেট মো. জিয়াউর রহমান, এডভোকেট আজহারুল ইসলাম, এডভোকেট নিজাম উদ্দিন, এডভোকেট মো. ওসমান গনি, অ্যাডভোকেট মো. গোলাম মোস্তফা, এডভোকেট মো. ওকালত হোসেন, এডভোকেট শেখ মুস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, এডভোকেট প্রবীর মুখার্জি, এ্যাডভোকেট সুভাষ, এড. আবু রায়হান, এ্যাড. সাহেদ, এডভোকেট শিমুল, অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল- মামুন, এডভোকেট সাইদুজ্জামান জিকো, এডভোকেট শাহনাজ পারভীন মিলি, এডভোকেট রেশমা পারভীন, অ্যাডভোকেট লাকি ইয়াসমিন, এডভোকেট সিরাজুল ইসলাম, এডভোকেট আমিনুর রহমান চঞ্চল প্রমুখ। মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে জয়লাভ ও সংগঠনকে শক্তিশালী করার বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Check Also

সাতক্ষীরায় লটারীতে টিকে থাকা ৭১ শিক্ষার্থীকে ভর্তির সুযোগের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন  

সাতক্ষীরা প্রতিনিধি ভর্তির লটারীতে টিকে থাকার পরও শুধুমাত্র বয়সের অজুহাতে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।