কলারোয়ায় মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যের প্রতিবাদে মানববন্ধন

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:

মাদকের অবাধ বিকিকিনি ও সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের নারী ও পুরুষ এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। আজ শনিবার বেলা ১১ টায় গোপিনাথপুর সড়কে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় গ্রামবাসী আবু জাফর। গ্রামবাসীরা চিহ্নিত মাদক কারবারীদের দৌরাত্ম্য বন্ধ ও ও মাদকের আগ্রাসন থেকে যুব সমাজকে রক্ষা করতে প্রতিবাদস্বরূপ এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করেন । গ্রামবাসীরা তাদের গ্রাম থেকে মাদক নির্মূল করতে চান। এ ব্যাপারে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধন চলাকালে সেখানে উপস্থিত হওয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, মাদক ব্যবসায়ী যেই হোক না কেন, তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তিনি মাদকমুক্ত সমাজ গড়ে তোলার ওপর জোর দেন। মানববন্ধন চলাকালীন প্রতিক্রিয়া ব্যক্ত করে কথা বলেন, স্থানীয় পল্লি চিকিৎসক জাকির হোসেন, রঞ্জিত কুমার কুন্ডু, উখিলা খাতুন প্রমুখ।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।