বেনাপোলে পাসপোর্ট যাত্রীর পেটে থেকে স্বর্ণের বার উদ্ধার 

যশোরের বেনাপোল চেকপোস্টে ভারতগামী তানভীর রহমান (২৩) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর পেট থেকে ২ পিচ (২৩২ গ্রাম ওজনের) স্বর্ণের বার উদ্ধার করেছে বেনাপোল কাষ্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।

রবিবার (৭ মে) দুপুরে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।

আটক পাসপোর্ট যাত্রী তানভীর ঢাকা জেলার দোহার থানার মজিবুর রহমানের ছেলে।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক জানান, গোপন খবরে জানতে পারি, ভারতগামী এক পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোষ্ট দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে, চেকপোস্ট ইমিগ্রেশনে নজরদারি বাড়ানো হয়। পরে, ওই যাত্রী ইমিগ্রেশনে প্রবেশ করলে, তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে সে স্বর্ণের কথা অস্বীকার করলে, তাকে পরীক্ষা নিরীক্ষার পরে সে পেটের মধ্যে স্বর্ণের কথা স্বীকার করে এবং তার পেট থেকে এসময় বেলুনের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ২ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়।

যার আনুমানিক বাজার মুল্য ১৬ লক্ষ ২৪ হাজার টাকা। সরকারী ট্রেজারীতে স্বর্ণগুলো জমা প্রদান করা হয়েছে বলে তিনি জানান।

কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।