সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে পানি কমিটির মতবিনিময়

রবিবার (৭ মে) বেলা ১২ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথে পানি কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ-পশ্চিম অঞ্চলের উপকূলীয় নদ-নদী এবং কপোতাক্ষ নদ ও বেতনা-মরিচ্চাপ নদীর অববাহিকার বর্তমান অবস্থা ও জনগণের প্রস্তাবনা শীর্ষক মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। উত্তরণ ও পানি কমিটির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। মাল্টিমিডিয়ার মাধ্যমে সভার সার সংক্ষেপ উপস্থাপন করেন অধ্যাপক হাসেম আলী ফকির। সভায় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি প্রাক্তন অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আবু আহমেদ, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, পানি কমিটি নেতা অধ্যাপক রেজাউল ইসলাম, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান প্রমুখ।
উক্ত সভায় কপোতাক্ষ নদ অববাহিকায় তালার পাখিমারা বিলে টিআরএম কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি কৃষকদের জমির ক্ষতিপূরণ প্রদান, পেরিফেরিয়াল বাঁধ সংস্কার, বেতনা-মরিচ্চাপ নদী খননে আইডব্লিউএম এর সুপারিশ অনুয়ায়ী টিআরএম পদ্ধতি যুক্ত করার কথা তুলে ধরেন বক্তারা।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।