শ্যামনগর প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে হরিণের মাংস সহ ২ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
৮ মে সোমবার সকাল সাড়ে ৯ টায় শ্যামনগর থানা পুলিশের অভিযানে উপজেলা সদরের বাদঘাটার গ্রামের খৈতলা থেকে ১২ কেজি হরিণের মাংস সহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বাদঘাটা গ্রামের রুহুল আমিনের ছেলে রবিউল ইসলাম (২৮) ও একই গ্রামের আমাজাদ হোসেন ছেলে আজাদ হোসেন (৩০)।
অভিযানে থাকা শ্যামনগর থানার এস আই মোঃ সাখায়েতুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিউল ইসলাম ও তার মামা আজাদ হোসেনকে হরিণের মাংস সহ আটক করে থানা হেফাজতে আনা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও শ্যামনগরের ভেটেনারি সার্জন ডাঃ সুব্রত কুমার বিশ্বাস জানান, প্রাথমিকভাবে জব্দকৃত হরিনের মাংস ও চামড়া পাওয়া গিয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এস আই মোঃ সাখায়েতুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে বন আইনের মামলা দায়ের করেছে।