শোকজের জবাব দিতে গিয়ে ভুল স্বীকার করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

সংবর্ধনার নামে বড় পরিসরে শোডাউন করায় নির্বাচন কমিশনের (ইসি) কাছে দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের সম্ভাব্য মেয়র প্রার্থী দলের জেষ্ঠ নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। কমিশনের কারণ দর্শানোর (শোকজ) জবাব দিতে বুধবার তিনি স্বশরীরে রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ন কবীরের কার্যালয়ে যান। অভিযোগের লিখিত বক্তব্যর জবাব দেন। ভবিষ্যতে আচরণ বিধি লঙ্ঘন হবে না এমন অঙ্গীকারও করেন। ফয়জুল করীম বেলা সোয়া ১২টায় রিটানিং কর্মকর্তার কক্ষে ঢোকেন, বের হন  ১২টা ৩৫ মিনিটে। এ সময় গণমাধ্যম কর্মীদের কক্ষের বাইরে রেখে কথা বলেন তারা।

বের হওয়ার পর ফয়জুল করীম গণমাধ্যম কর্মীদের বলেন, তিনি এখন পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেননি। সেই মোতাবেক তিনি এখন পর্যন্ত প্রার্থী নন। এছাড়া সিটি নির্বাচনের আচরণবিধি সম্পর্কেও পুরোপুরি জানা ছিল না। দলীয় সহকর্মীরা এ বিষয়ে পুরোপুরি অবহিত করতে পারেননি। রিটানিং কর্মকর্তাকে তিনি এসব বিষয়ে লিখিতসহ মৌখিকভাবে অবহিত করেছেন। রিটানিং কর্মকর্তা তার বক্তব্যে সন্তুুষ্ট হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা হুমায়ন কবীর এ প্রসঙ্গে বলেন, সম্ভাব্য প্রার্থী ফয়জুল করীম স্বশরীরে উপস্থিত হয়ে তার ভুল স্বীকার করেছেন। ভবিষ্যতে আচরণবিধি লঙ্ঘন করবেন না বলে লিখিত অঙ্গীকার দিয়েছেন। ফয়জুলের বক্তব্যে কমিশন সন্তুুষ্ট। তার বিরুদ্ধে অভিযোগের বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে নিয়েছে কমিশন।

উল্লেখ্য, ইসলামী আন্দোলনের সম্ভাব্য প্রার্থী ফয়জুল সোমবার বিকালে সহাস্রাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা করে নগরীতে যান। ঢাকা থেকে সড়কপথে বরিশালে পৌঁছলে নগরের প্রবেশ মুখ গড়িয়ারপাড় মোড় থেকে শোভাযাত্রা করে তাকে আলেকান্দা আমতলা মোড়ে নিয়ে যান দলীয় নেতাকর্মীরা। সেখানে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইসির শোকজ নোটিশ ওইদিন রাতে চাঁদমারী এলাকায় ইসলামী আন্দোলনের কার্যালয়ে পৌছে দেওয়া হয়। ফয়জুলকে বুধবার সকাল সাড়ে ১০টার মধ্যে রিটানিং কর্মকর্তার কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।

একই ধরনের শোভাযাত্রা গত ২০ এপ্রিল করেছিলেন নৌকার সম্ভাব্য প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ। তাকে শোকজ না করায় ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ইসলামী আন্দোনের নেতারা।

এ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ন কবীর সাংবাদিকদের বলেন, তিনি গত ২৪ এপ্রিল বরিশালে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে এখানে কি হয়েছে সেটা তার জানা নেই।

Check Also

শেখ হাসিনার ভাইরাল অডিওর নির্দেশনা বাস্তবায়ন, গ্রেপ্তার ১০

শেখ হাসিনার ভাইরাল হওয়া অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী দশজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।