মোখার কেন্দ্রে বাতাসের গতিবেগ বাড়ছে

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া মোখার কেন্দ্রে গতিবেগ বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় এ বিজ্ঞপ্তি দেয় আবহাওয়া অফিস। সেখানে ভোর তিনটার সময়কার মোখার গতিপ্রকৃতি তুলে ধরা হয়।

 

সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, মোখার কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার। সেটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১১৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

 

আরও পড়ুন

ঘূর্ণিঝড় মোখা: বেশি প্রভাব পড়তে পারে কক্সবাজার উপকূল ও সেন্ট মার্টিন দ্বীপে

ঘূর্ণিঝড় মোখার কেন্দ্রের ব্যাসার্ধ দাঁড়িয়েছে প্রায় ৭০০ বর্গকিলোমিটার

 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. উমর ফারুক আজ সকাল সাড়ে আটটায় প্রথম আলোকে বলেন, মোখার গতিবেগ ১১০ থেকে বেড়ে ১১৫ কিলোমিটার পর্যন্ত হয়েছে। এটি আজই অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

 

গতকাল বৃহস্পতিবার সকালে মোখার ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার কথা জানায় আবহাওয়া অধিদপ্তর। এরপর রাত নয়টার দিকে দেওয়া ৭ নম্বর বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড়টির প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার কথা জানায় তারা। এ সময় মোখার  কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার। সেটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।

 

আবহাওয়া অফিস জানায়, বর্তমানে দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত এই ঘূর্ণিঝড় সামান্য উত্তর দিকে অগ্রসর হয়েছে। আজ ভোররাত তিনটায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল।

 

আরও পড়ুন

মোখা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে: আবহাওয়া অধিদপ্তর

ঘূর্ণিঝড় মোখা আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় বাংলাদেশের উপকূল থেকে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল

 

সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতিবেগ ৬২ থেকে ৮৮ কিলোমিটার হলে সেটি হয় সাইক্লোন বা ঘূর্ণিঝড়। বাতাসের গতিবেগ ৮৮ থেকে ১১৭ হলে তাকে বলা হয় প্রবল ঘূর্ণিঝড়। আর বাতাস যদি ১১৭ থেকে ২২০ কিলোমিটার বেগে বয়, তবে তা হয় অতি প্রবল ঘূর্ণিঝড়। আর ২২০ কিলোমিটারের ওপরে বাতাসের গতিবেগ উঠলে তাকে সুপারসাইক্লোন বলা হয়।

 

আবহাওয়ার সর্বশেষ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

 

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

Check Also

ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

আবুল হোসেন সদর প্রতিনিধি : ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।