পাটকেলঘাটায় নৈশ প্রহরী পদে ১০লক্ষ টাকা ঘুষ বানিজ্যের অভিযোগ আ’লীগ নেতার বিরুদ্ধে

সাতক্ষীরার প্রতিনিধিঃ সাতক্ষীরা পাটকেলঘাটা বহুমূখী আদর্শ উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরী পদে ১০লক্ষটাকার ঘুষ বানিজের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক আব্দুল হাইয়ের বিরুদ্ধে। এদিকে দায় এড়িয়ে ঘুষ বানিজ্যকে অস্বীকার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ সহ সংক্লিষ্ট শিক্ষাকর্মকর্তারা। শনিবার(১৩মে) সকালে পাটকেলঘাটা আদর্শ বহুমুখী বিদ্যালয়ে নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকরা ভিডিও ধারন করতে কুমিরা ইউনিয়নের আওয়ামীলীগ সাধারন সম্পদক রফিকুল ইসলাম, সাংবাদিক নাজমুল হাসান মিঠুর উপর খিপ্ত হয়ে ভিডিও ধারন বন্ধ করতে বলেন অভিযোগ করেন ওই সংবাদ কর্মী । পরবর্তীতে বিদ্যালয়ের গেট বন্ধ করে ৪ জন পরিক্ষাথী অংশগ্রহন করিয়ে চুড়ান্ত নিয়োগ সম্পন্ন করা হয় বলে জানান তিনি । খোঁজ নিয়ে জানা গেছে চলতি বছরের মার্চ মাসে আজকের পত্রিকা ও দৈনিক পত্রদুত পত্রিকায় নৈশ প্রহরী পদে নিয়োগ দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। নিয়োগে চার জন পরীক্ষার্থী অংশ নিলেও এ বিষয়ে তাদের নাম জানাতে আপত্তি করে বিদ্যালয় কর্তৃপক্ষ। অবশেষে আজ শনিবার(১৩মে) সকালে শিক্ষাকর্মকর্তার উপস্তিতে বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়। ওই সময় দশ লক্ষ টাকার বিনিময়ে লালচন্দ্রপুর গ্রামের জৈনেক কোমরউদ্দীনের ছেলে আলীমকে নৈশ প্রহরী হিসাবে নিয়োগ দেয় প্রধান শিক্ষক হাই বলে স্থানীয়দের দাবী। এদিকে অভিযোগ অস্বীকার করে পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সরুলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হাই জানান, সকালে শিক্ষাকর্মকর্তা দের উপস্থিতে বিদ্যালয়ে নৈশ প্রহরী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত। স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেখানে কোন আর্থিক লেনদেন হয়নি বলে তিনি দাবী করেন। পাটকেলঘাটা আদর্শ উচ্চ মাধ্যমিক বহুমুখী বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সংকর সাধু জানান, আজ ১জন নৈশপ্রহরি নিয়োগ দেওয়া হয়েছে। উক্ত পদের জন্য ৩ পরিক্ষার্থী অংশগ্রহন করেন বলে শুনেছি। তবে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কেউ কোন টাকা পয়সা নিয়েছে কিনা সেটা আমার জানা নেই। তালা উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা শেখ ফিরোজ আহম্মেদ জানান, নিয়োগ পরীক্ষা হয়েছে সত্য তবে কোন ঘুষ বানিজ্য হয়নি। তিনি নিজে উপস্থিত থেকে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে দাবী করেন

Check Also

আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।