নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড থানাঘাটা গ্রামে মোঃ আবুল কালাম ও মোছাঃ রাশিদা বেগমের অভাবের সংসারে এক মানসিক ভারসাম্যহীন বাকপ্রতিবন্ধী বৃদ্ধার আগমন। গত ৬ মে শনিবার দুপুরে দিনমজুর রাজমিস্ত্রী মোঃ আবুল কালাম ও তার স্ত্রী মোছাঃ রাশিদা বেগমের বাড়ীতে অজ্ঞাতপরিচয় এক মানসিক ভারসাম্যহীন বাকপ্রতিবন্ধী বৃদ্ধা আসে তাকে দেখে দয়া হয় তাদের। দুপুরের খাবার খেতে দেয় বৃদ্ধাকে অনেক চেষ্টা করেও তার নাম ঠিকানা জানতে পারে নি এই পরিবারটি। এই দ্রব্যমূল্যের বাজারে দিনমজুর অসহায় পরিবারটি নিজেদের অন্ন যোগাতে হিমশিম খাচ্ছে এরপরেও অদ্যবধী বৃদ্ধা মানুষটাকে বের করে দেয়নি। এক পর্যায়ে ভুক্তভোগী পরিবারটি সাতক্ষীরা সদর লাবসা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল আলীম কে বিষয়টি অবহিত করে এবং তার বলেন বিষয়টি ইউপি সদস্য ফজর আলীকে জানিয়ে কোন লাভ হয়নি। এবিষয়ে চেয়ারম্যান আব্দুল আলিম সাবেক ইউপি সদস্য আবু তাহের আলীর সহযোগিতা নেওয়ার পরামর্শ দেয়। এ বিষয়ে সাবেক ইউপি সদস্য আবু তাহের আলী সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা পরামর্শ দেয়। এ ভুক্তভোগী পরিবারটি মানসিক ভারসাম্যহীন বাকপ্রতিবন্ধী বৃদ্ধার পরিবারের সন্ধান চেয়ে এবং তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য কোন সহৃদয়বান ব্যক্তি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছে। যোগাযোগের মোবাইল নাম্বার ০১৭২৯১৭৬৯৪৩
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …