সাতক্ষীরায় কাল বৈশাখী ঝড়ে ফুটপাথের শসা বিক্রেতাসহ তিন জন আহত

মুজাহিদুল ইসলাম: ক্রাইমবাতা রিপোট:   সোমবার সন্ধ্যা ৭টার দিকে সাতক্ষীরা শহরের আহছানিয়া মিশন মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কলারোয়া উপজেলা কয়লা গ্রামের শাখাওয়াত আলীর পুত্র শসা বিক্রেতা রফিকুল ইসলাম (৫০), একই উপজেলার মুনছুর সরদারের পুত্র হোসেন আলী (৩০) এবং সাতক্ষীরা পৌরসভার গড়েরকান্দা গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র আবুল হাসান(৪৫)।

আনিছুর রহমান, হেলাল হোসেন, মাছুম হোসেনসহ স্থানীয় ব্যবসায়ীরা জানান, মাগরিবের নামাজের পর আকস্মিক কাল বৈশাখী ঝড়ে আহছানিয়া মিশন মসজিদের পাশে নবনির্মিত বলাই দে এর ৭ তলা ভবন থেকে বড় বড় কয়েকটি কাঁচ উড়ে রাস্তার উপর পড়ে। এসময় কাঁচের আঘাতে শসা বিক্রেতা রফিকুল ইসলাম, হোসেন আলী এবং আবুল হাসান আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রফিকুল ইসলামের অবস্থা আশংকা জনক।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম খান জানান, ভবনের কাঁচ পড়ে তিন আহত হয়েছে। এদের মধ্যে একজন গুরুতর বলে খবর পেয়েছি। আহতের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, কাঁচ ভেঙে কুচি কুচি হয়ে রাস্তায় ছড়িয়ে থাকায় গার্লস স্কুল টু পাকাপোল সড়কে চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর রাস্তা থেকে কাঁচ সরিয়ে নেওয়ার পর চলাচল স্বাভাবিক হয়।

Check Also

বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।