বিয়ের আগেই অন্তঃসত্ত্বা বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া

বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। অভিনেতা অঙ্গদ বেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। কিন্তু বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। এ বিষয়ে  সম্প্রতি মুখ খুলেছেন নেহা ধুপিয়া। তিনি বলেন, লোকজন খুব খারাপভাবে ট্রল করা শুরু করেছিলেন। অথচ আমার পছন্দ যখন কারও কোনো সমস্যা তৈরি করছে না, তাহলে অসুবিধা কোথায়!

 

বিকিনি পরে পুলের জলে গর্ভবতী নেহা! নো মেক আপ লুকেই ঠিকরে বেরোচ্ছে প্রেগন্যান্সি গ্লো

দ্বিতীয় বারের জন্য মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া (Neha Dhupia)। জুলাইয়ের মাঝামাঝি সময়েই স্বামী অঙ্গদ বেদী (Angad Bedi) এবং তিন বছরের কন্যা মেহেরকে (Meher) পাশে নিয়েই বেবি বাম্পের ছবি দিয়ে ইনস্টাগ্রাম পোস্টে নিজেই সুখবর দিয়েছিলেন নেহা। সেসময় কালো পোষাকে বেবি বাম্পের ছবি পোস্ট করে নেহা লিখেছিলেন, ‘এই ছবির সঠিক ক্যাপশন ভাবতে ভাবতেই দু’দিন কেটে গেল আমাদের। এরপর সবচেয়ে সুন্দর ক্যাপশনটি মাথায় এল। ধন্যবাদ ঈশ্বর।’

এমনিতে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অ্যাক্টিভ থাকেন নেহা। মাঝে মধ্যেই দৈনন্দিন জীবনের টুকরো মুহুর্ত শেয়ার করেন তিনি। তাই অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে উঁকি দিলেই বোঝা যাবে এই মুহূর্তে প্রেগন্যান্সি পিরিয়ড চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী। যদিও এই প্রথম নয় আগেও একবার মাতৃত্বের স্বাদ পেয়েছেন নেহা।

Neha Dhupia,নেহা ধুপিয়া,Baby Bump,বেবি বাম্প,Black Bikini,কালো বিকিনি,Pregnancy Period,গর্ভাবস্থা,Pool Party,পুল পার্টি,Pregnancy Glow,প্রেগন্যান্সি গ্লো

২০১৮ সালের ১০ মে হঠাত্‍ করেই বেস্ট ফ্রেন্ড অঙ্গদ বেদীর সাথে গাঁটছড়া বাঁধেন নেহা ধুপিয়া। তিন মাসের প্রেগনেন্ট অবস্থাতেই বিয়ে করেন নেহা।ওই বছরেই ১৮ নভেম্বর মেয়ে মেহর আসে তাঁদের জীবনে। তবে সেসময় সব কিছুই অনেকটা তাড়াহুড়োর মধ্যে ঘটেছিল সবকিছু। এই দ্বিতীয়বার মা হওয়ার প্রতিটা মুহুর্ত স্মরণীয় করে রাখছেন অভিনেত্রী।

Neha Dhupia,নেহা ধুপিয়া,Baby Bump,বেবি বাম্প,Black Bikini,কালো বিকিনি,Pregnancy Period,গর্ভাবস্থা,Pool Party,পুল পার্টি,Pregnancy Glow,প্রেগন্যান্সি গ্লো

তাই মাঝে মধ্যেই বেবি নিয়ে দেদার ফটোশ্যুট করেন নেহা। আর সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সাথে ভাগ করে নেন তিনি। এমনিতে বরাবর সোশ্যাল ট্যাবু ভেঙে নিজের শর্তেই জীবন কাটান নেহা। তাই এবারও প্রেগন্যান্ট অবস্থায় কখনও নিয়মিত অভ্যাসে যোগ ব্যায়াম করছেন, আবার কখনও বেবি বাম্পার নিয়ে চুটিয়ে করছেন পুল পার্টি। এদিন বেবি বাম্প নিয়েই কালো বিকিনি পরে স্যুইমিং পুলের ধারে বসে ফটোশ্যুট করেছেন নেহা।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।