বাংলাদেশে ভ্রমণ সতর্কতা দেওয়ার কোনো প্রয়োজন নেই, বরং যুক্তরাষ্ট্রে গেলে সেখানে ভ্রমণ সতর্কতা থাকা উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ব্রিফিংয়ে বাংলাদেশে মার্কিন নাগরিকদের বিষয়ে যুক্তরাষ্ট্রের সতর্ক বার্তা নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা খুবই দুঃখজনক। তাদেরই জিজ্ঞাসা করুন, কেন তারা দিয়েছে। তবে আমাদের এখানে সভা সমিতিতে গুলিতে কেউ মরে না। বরং যুক্তরাষ্ট্রে শপিংমল, বারে সতর্কতা জারি করা যেতে পারে। এখানে মার্কিন নাগরিককে কেন গুলি করবে?
প্রসঙ্গত, ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস রোববার বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের ভ্রমণ সতর্কতা জারি করেছে। বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে সংঘাত হতে পারে- এমন আশঙ্কা ব্যক্ত করে এই ভ্রমণ সতর্কতা দিয়েছে মার্কিন দূতাবাস।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম এশিয়া অনুবিভাগ) শফিকুর রহমান।