সাতক্ষীরা পৌরসভা রুপকল্প ২০৪১ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা: সাতক্ষীরা পৌরসভা রুপকল্প ২০৪১ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্তাবধানে এবং নগর উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় জার্মান উন্নয়ন সংস্থা (জি আই জেড) এর কারিগরি সহায়তায় চলমান জলবায়ু পরিবর্তন সহনশীল, জেন্ডার সংবেদনশীল এবং অন্তভূক্তিমূলক মহাপরিকল্পনা প্রণয়নের অংশ হিসেবে পৌর নাগরিকদের মতামত গ্রহণের জন্য সোমবার সকাল ৯টায় সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে দিনব্যাপি এ কর্মশালার আয়োজন করা হয়। সাতক্ষীরা পৌর মেয়র (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর উন্নয়ন অধিদপ্তর খুলনার সিনিয়র প্লানার প্রভাস চন্দ্র কুন্ডু, এলজিইডি ঢাকার নির্বাহী প্রকৌশলী আব্দুল খালেক, সাবেক মন্ত্রী ডা. আবতাবুজ্জামান, ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দীন, জিআইজেড’র প্রিন্সিপ্যাল এ্যাডভাইজার হামিদুল চৌধুরী রনি প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর। এসময় জিআইজেড প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তা ও সদস্যগণ, সাতক্ষীরা পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারিগণ এবং ৯ টি ওয়ার্ডের সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।