নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক এর বিরুদ্ধে ছাত্রী নিপীড়ন এর মিথ্যা অভিযোগ এনে হয়রানী করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। ঘটনাটি ২২ শে মে বিকালে শহরের মাগুরা এলাকায় ঘটে।
ঘটনা সূত্রে জয়না যায়, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোতের্জা আলম দীর্ঘ দিন ধরে প্রাইভেট পড়িয়ে আসছিল। সেই সূত্র ধরে মাগুরা এলাকার মো. আজিজুল ইসলামের মেয়ে অত্র স্কুলের দশম শ্রেণীর ছাত্রী ঐ শিক্ষকের নিকট অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে ২১ শে মে হতে প্রাইভে পড়া শুরু করে । কিন্তু ১ দিন পরেই ২২ শে মে ঐ দশম শ্রেণীর ছাত্রী শিক্ষক মোর্তেজা আলমের বিরুদ্ধে যৌন নিপড়নের লিখিত অভিযোগ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির নিকট ।
এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থীরা বিশ্বাস – অবিশ্বাসের দোলা চলে ঘুর পাক খাচ্ছে। এমন অভিযোগের বিষয়ে অত্র বিদ্যালয়ের একাধিক শিক্ষক নাম প্রকাশে এ প্রতিবেদককে বলেন শিক্ষক মোর্তেজা আলম ষড়যন্ত্রের স্বীকার এবং দীর্ঘ দিন যাবত স্কুল কেন্দ্রীক মনোমালিন্য থাকার কারণে তার বিরুদ্ধে একটি চক্র উঠে পড়ে লেগেছে।
কেননা যে ছাত্রী অভিযোগ করেছেন ঐ ঘটনার এক দিন আগেই স্যারের বাসায় প্রাইভেট পড়তে যায় সে। অভিযোগকারী শিক্ষার্থীর সাথে ঐ প্রাইভেট পড়তে যাওয়া একাধিক শিক্ষার্থীরা জানান, ঘটনার দিন প্রাইভেট পড়ে এক সঙ্গে আমরা ১২/১৩ জন শিক্ষার্থী বাড়িতে চলে যায়। কিন্তু পরে শুনি সে স্যারের নামে অভিযোগ দিয়েছে সে।
ঘটনার বিষয়ে শিক্ষক মোর্তেজা আলম এ প্রতিবেদককে বলেন, ঘটনা সম্পূর্ণ পূর্বপরিকল্পিতভাবে সাজানো আমাকে ফাসাতে। আমার সাথে অত্র বিদ্যালয়ের দুই একজন ব্যক্তির সাথে বিরোধের কারনে আজকে মিথ্যা অপবাদ দিয়ে ক্ষতি করার চেষ্টা করছে।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।