সাতক্ষীরা কালেক্টরেট পার্ক ও ভেষজ উদ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন  করলেন  বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী

শাহ জাহান আলী মিটন, শহর প্রতিনিধি : সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নব নির্মিত সাতক্ষীরা কালেক্টরেট পার্ক ও ভেষজ উদ্যানের ফলক উন্মোচন করেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী।
বুধবার (২৪ মে) বিকাল ৫ঃ৩০ মিনিটের দিকে  সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ফিতা কেটে বেলুন ফেস্টুন উড়িয়ে কালেক্টরেট পার্ক ও ভেষজ উদ্যানের উদ্বোধন করা হয়।
উদ্বোধনীয় অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ শহিদুল ইসলাম, সাতক্ষীরা  পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, সাতক্ষীরা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মুহাম্মদ শাকিউল আজম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা প্রমুখ।
এসময় প্রধান অতিথি খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, খুবই অল্প সময়ের ব্যবধানে পার্কটি দৃষ্টিনন্দিত হয়েছে এবং আমি মনে করি এটার কারনে চারপাশের সরকারি অফিস গুলোর মান ও সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। পার্কটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যে গাছ গুলো রোপণ করা হয়েছে আমার বিশ্বাস গাছ গুলো বড় হবে কেউ নষ্ট করবে না । এ পার্কটি দেখে আশপাশের অনেকে উদ্ভুদ্ধ হবে । এছাড়া সাতক্ষীরার মানুষের উদ্দেশ্য  করে বলেন, আপনার তো সুন্দরবনের মানুষ  আপনাদের মনও হবে সুন্দরবনের মত সুন্দর।   আপনারা এ পার্কে ভালো ভাবে রক্ষানাবেক্ষন করবেন।
উদ্বোধন শেষে পার্কে মধ্যে রক্তচন্দন গাছ রোপণ করেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার সহ কর্মকর্তাবৃন্দ।

Check Also

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা, দস্তরবন্দি, সম্মাননা প্রদান ও মিলন মেলা অনুষ্ঠিত

আব্দুল করিম,নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।