দেবহাটায় জামায়াতের ৬ নেতা আটক

দেবহাটা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ০৬ নং নাশকতাকারী ও ১৪ বোতল মাদকদ্রব্য ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীসহ সর্বমোট ০৮ জন আসামী গ্রেফতার#

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান (পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খান মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ আমিনুর রহমান ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব এসএম জামিল আহমেদ স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোঃ বাবুল আক্তার স্যারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ২৬/০৫/২০২৩ ইং তারিখ, এসআই (নিঃ) শেখ মোঃ গোলাম আজম, সংগীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন বসন্তপুর এলাকা হইতে ১৪ বোতল ফেনসিডিল সহ দেবহাটা থানাধীন বসন্তপুর গ্রামস্থ জনৈক মোঃ মুরশিদ শেখ (৫৫), পিতা-মৃত নঈম শেখ, সাং-বসন্তপুর, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা এর বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর আসামী ১। মোঃ আব্দুল্লাহ সরদার(৩১), পিতা-মোঃ হামিদ সরদার ,স্থায়ী: গ্রাম- নাঙ্গলা, থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরা, ২। মোঃ আলামিন শেখ(২২), পিতা-বাবলু শেখ ,স্থায়ী: গ্রাম- বসন্তপুর, থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাদ্বয়কে গ্রেফতার করেন। আসামীদ্বয়ের বিরুদ্ধে দেবহাটা থানার মামলা নং-১৪, তাং-৬/০৫/২০২৩ ইং ধারা-৩৬(১) সারণির ১৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হইয়াছে। এছাড়াও পৃথক অভিযান পরিচালনা করাকালে এসআই (নিঃ) মোঃ মাহাবুর রহমান, এসআই (নিঃ) হাফিজুর রহমান, এসআই(নিঃ) শোভন দাশসহ সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন দেবহাটা থানাধীন পারুলিয়া ইউনিয়নের মাঝপারুলিয়া গ্রামস্থ সাতক্ষীরা টু শ্যামনগরগামী মহাসড়কের পাশে পারুলিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ হইতে আসামী ১. আবু লাহাব ওরফে লাপ্পা(৩৬), পিতা-মৃত নূর আলী গাজী ,স্থায়ী: গ্রাম- উত্তর কুলিয়া , থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরা, ২. মোহাম্মাদ আলী গাজী(৫৩), পিতা-মৃত ফজর আলী গাজী ,স্থায়ী: গ্রাম- দক্ষিণ কুলিয়া , থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরা, ৩. মোঃ আনোয়ার হোসেন(৩২), পিতা-মোঃ আব্দুল গনি ,স্থায়ী: গ্রাম-ফুলবাড়িয়া (পারুলিয়া) , থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরা, ৪. গোলাম মোস্তফা(২৮), পিতা-মঞ্জুরুল গাজী ,স্থায়ী: গ্রাম- পুষ্পকাটি, থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরা, ৫. মোঃ রমজান আলী(৫২), পিতা-মৃত আব্দুল জব্বার ,স্থায়ী: গ্রাম- মাঝ পারুলিয়া, থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরা, ৬. আসাদুজ্জামান @ বাবু(৫২), পিতা-মৃত অহেদ বিশ্বাস ,স্থায়ী: গ্রাম- ভাতশালা, উপজেলা/থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাদেরকে নাশকতার সরঞ্জামসহ গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে দেবহাটা থানার মামলা নং-১৫, তাং-২৭/০৫/২০২৩ ইং, ধারা-15(3)/25D The Special Powers Act, 1974; তৎসহ 4/5/6 The Explosive Substances Act, 1908; রুজু করা হয়। সকল আসামীদেরকে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইযাছে।  আসামীদের অভিযোগ রাতে  জামায়াতের নেতাকমীদের বাড়িতে অভিযান দেয় পুলিশ। এসময় পুলি তাদের বাড়ি থেকে জামায়াতের ৬ জনকে আটক করে।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।