সাতক্ষীরা তালতলা স্কুল শিক্ষককের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে অভিভাবকসহ এলাকাবাসীর মানববন্ধন

শহর প্রতিনিধি : সাতক্ষীরা সদরের তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরজীে) এস এম মোর্তজা আলম লিটনের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ মে) সকাল ১০ টায় তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকসহ এলাকাবাসীর উদ্যোগে বিদ্যালয়ের মূল ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব সোলাইমান আহমেদের সভাপতিত্বে ও অভিভাবক সদস্য মুনসুর আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা শেখ শওকত আলী, আলহাজ্ব মোসলেম উদ্দিন, সুমিতা, মো. গফফার হোসেনসহ বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসীগন। মানববন্ধনে অভিভাবক ও এলাকার শত শত মানুষ অংশ গ্রহন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম ও অত্র স্কুলের ম‍্যানেজিং কমিটির সভাপতি ও মাদক মামলার আসামী মনিরুল ইসলাম কতৃক ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যা মামলা দিয়ে শিক্ষক মোর্তজা আলম লিটনকে ফাসানো হয়েছে। দীর্ঘ দিন ধরে চলে আসা শিক্ষকদের দ্বন্দের জেরে শিক্ষক মোর্তজা আলম লিটনকে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। যা বিদ্যালয়ের মান ক্ষুন্ন হয়েছে। বক্তারা আরো বলেন বিদ্যালয়ের শিক্ষার্থী মৌরিনা তাছনিমকে টাকার প্রলোভন দেখিয়ে একজন শিক্ষকের নামে এমন জঘন্য মামলা দিয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম। প্রধান শিক্ষক রেজাউল করিম ঐ স্কুলে ২০১০ যোগদান করে এ পর্যন্ত ১৭/২০ লক্ষ টাকা আত্মসাত করেছে। এবিষয়ে ঐ স্কুলের ম‍্যানেজিং কমিটির সদস্য মুনসুর আলী সাতক্ষীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করে। ঐ তদন্ত ভিন্ন খাতে নিয়ে জাওয়ার জন্য পূর্ব পরিকল্পনা করে অনিয়মিত স্কুলের ছাত্রী দিয়ে মিথ্যা মামলা দেয় ঐ শিক্ষকের বিরুদ্ধে। প্রধান শিক্ষক এর সকল দূর্নীতি মোর্তজা আলম প্রতিবাদ করার কারণে তাকে এ ভাবে ফাসানো হয়। মানব বন্ধনে বক্তারা আরো বলেন, যে মেয়েকে দিয়ে মিথ্যা অভিযোগ করা হয়। তার বাবা আজিজুল ইসলাম ধর্ষণ মামলার আসামী এবং একাধিক মাদক মামলার আসামী। অবিলম্বে তদন্ত পূর্বক শিক্ষক মোর্তজা আলমকে মামলা হতে অব্যাহতি দিয়ে বিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে হবে। অন্যথায় শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকাবাসী কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। উল্লেখ গত ২২ শে মে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) মোর্তজা আলমের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে একই বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মৌরিনা তাছরিন সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ করে। যে কারনে গত ২৩ মে মঙ্গলবার রাতে তাকে সাতক্ষীরা সদর থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।