শাহ জাহান আলী মিটন, শহর প্রতিনিধিঃ
” বঙ্গবন্ধু শুধু বাংলার নন, তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু” এই স্লোগানকে সামনে রেখে রবিবার ২৮ মে সকালে সাতক্ষীরা জেলা শিল্প কলা একাডেমির হল রুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন সাতক্ষীরার আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক, চিত্রাঙ্কন, কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)শেখ মঈনুল ইসলাম মঈন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন স্হানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ পরিচালক মাশরুবা ফেরদৌস।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা , সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমান উল্লাহ আল হাদি , সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতিকুল ইসলাম, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট মুর্শিদা খানম, সহকারী কমিশনার আবদুল্লাহ আল আমিন।
এসময় সরকারি ও বেসরকারি সংগঠননের বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ছবি সংবলিত স্মারক ডাকটিকেট উন্মোচন করা হয়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্প কলা একাডেমির সদস্য সচিব মোসফিকুর রহমান মিল্টন।