S EDP-এর অধীনে PBGSI পরিকল্পনা কার্যকলাপের নির্দেশিকা প্রাতিষ্ঠানিকীকরণ এবং সচেতনতার উপর দিন ব্যাপী কর্মশালা

নিজস্ব প্রতিনিধি : পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন( পিবিজিএসআই) স্কিম এর আওতায় S EDP-এর অধীনে PBGSI পরিকল্পনা কার্যকলাপের নির্দেশিকা প্রাতিষ্ঠানিকীকরণ এবং সচেতনতার উপর দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।২৮ মে রবিবার সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন( পিবিজিএসআই) সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, (এসইডিপি) ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ডাঃ আবুল কালাম বাবলা , সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ শহিদুর রহমান প্রমুখ। এসময় সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক, সরকারি প্রধান শিক্ষক,ম্যানেজিং কমিটির সভাপতি ,জনপ্রতিনিধিদের সমন্বয়ে ১০০ জন এ কর্মশালা অংশগ্রহণ করেন। 

Check Also

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করেননি সমাজী

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।