সাতক্ষীরায় গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুর্দ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি : “দেশ প্রেমের শপথ নিন দুর্নীতিকে বিদায় দিন” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুর্দ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ মে) দুপুরে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর পাঠ কক্ষে দুর্নীতি দমন কমিশন, খুলনা সজেকা’র আয়োজনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. নাজমুল হাসান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি’র) অধ্যক্ষ কেএম মিজানুর রহমান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, সহ-সভাপতি মুর্শিদা আক্তার, সদস্য মো. এছাহক আলী, অধ্যাপক মো. রেজাউল করিম, রেবেকা সুলতানা, মো. আব্দুর রব ওয়ার্ছি প্রমুখ। অনুষ্ঠানে বিচারকের হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্যাস্থ শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী। এ উপলক্ষে ২৮ ও ৩০ দুই দিন ব্যাপী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সোমবার‌ বিকাল ৫ টায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি পরবর্তী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মডারেটর দায়িত্ব পালন করেন ও সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান বাবলা।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।