জমিজমা সংক্রান্তের জেরে সাতক্ষীরায় ট্রাক চালক হত্যা মামলার প্রধান আসামি হাশেম গাজীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরায় জমিজমা সংক্রান্তের জেরে রুহুল আমিন গাজী নামক এক ট্রাক চালক হত্যা মামলার প্রধান আসামি হাশেম গাজীকে(৫৫) গ্রেফতার করেছে র‌্যাব-৬ সাতক্ষীরা। রবিবার (২৮ মে) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতোয়ালী থানা এলাকা থেকে সাতক্ষীরা র‌্যাব-৬ এর একটি অভিযানিক দল তাকে গ্রেফতার করে। সোমবার দুপুরে সাতক্ষীরা র‌্যাব-৬ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এসমব তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিকটিম ট্রাক চালক রুহুল আমিন গাজীর সাথে আসামী হাশেম গাজীর জমিজমা নিয়া দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের জের ধরে গত ১২ মে ২০২৩ তারিখ রাতে আসামী হাশেম গাজীসহ তার সহযোগীরা পরিকল্পিতভাবে ভিকটিমকে মারপিট করে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ভিকটিমের ছেলে ইমাম হোসেন বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে সাতক্ষীরা জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকেই র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় ২৮ মে ২০২৩ তারিখ র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী হাশেম গাজী বাসে করে ঢাকায় পলিয়ে যাচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখ বিকেলে ফরিদপুর জেলার কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ হাশেম গাজী(৫৫) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার জেএম গালিব হোসেন।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।