সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের পলাশপোলে ড্রেণ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডে ড্রেণ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩১ মে) শহরের পলাশপোল চৌরঙ্গী মোড় এলাকায় ড্রেণে নির্মাণ সামগ্র ঢেলে ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভা ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগর ও সাতক্ষীরা পৌরসভার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন। পলাশপোল চৌরঙ্গী মোড় মসজিদ হতে মরহুম ফজলুল হকের বাড়ি পর্যন্ত ২৫৪ ফুট ড্রেণ সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়নে নিমাণ করা হচ্ছে ১ লক্ষ ৫৪ হাজার টাকা ব্যয়ে নিমাণ করা হচ্ছে। এসময় ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, পৌরসভার এসও মোহাব্বত হোসাইন, ঠিকাদার প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন, শওকত আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।