শহর প্রতিনিধিঃ
সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত”এই প্রতিপাদকে সামনে নিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আয়োজনে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ব্যবস্থাপনায় বুধবার( ০৭ জুন) সকাল সাড়ে ১০ টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন অফিসের এমওডিসি ডাঃ জয়ন্ত কুমার সরকারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সজীব তালুকদার, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর শেখ শফিকউদ্দৌলা সাগর, নিরাপদ খাদ্য কর্মকর্তা আশরাফুল আলম, ভোক্তা অধিকারের সরকারি পরিচালক নাজমুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, জেলা সেক্রেটারি ইন্সপেক্টর রথীন্দ্রনাথ সরকার, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক জগদীশচন্দ্র হালদার সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোছাঃ শাহিনুর খাতুন।