নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় তিন মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে রসুলপুর সরকারি প্রাথমিক বালক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করেন শহর সমাজসেবা অফিসার মো: মিজানুর রহমান।
এন,জেড ফাউন্ডেশনের আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ২০ জন বিধবা,স্বামী পরিত্যক্তা,প্রতিবন্ধী,দুস্থ মহিলাদের আত্ম সামাজিক উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সেলাই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মনজুর হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সফিক উদ দৌলা, (সাগর) কাউসিলার, রসুলপুর সরকারি প্রাথমিক বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা মোস্তাফিজ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এন জেড ফাউন্ডেশনের সমন্বয়কারী মোঃ ইব্রাহীম খান। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের প্রত্যেককে একটি করে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হবে।