সাতক্ষীরায় মাস ব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাস ব্যাপী সাতক্ষীরা শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ মে) সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নাছিম ফারুক খান মিঠু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থেকে ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে মাস ব্যাপি এ মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“বিদ্যুৎ নিয়ে একটি গোষ্ঠী অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা চালাচ্ছে। বিদ্যুৎ কয়েকদিনের মধ্যে একটু উন্নতি হবে। ইন্দোনেশিয়া থেকে খুব শীঘ্রই কয়লা আসবে। কয়লা আসলেই বিদ্যুৎ আবার স্বাভাবিক হবে। বিদেশীরা আমাদের দেশের বিষয়ে সমাধান দিতে পারে না। আমরা আমাদের দেশের বিষয়ে সমাধান করবো। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের দেশের একজন সাহসী ও বিচক্ষণ প্রধানমন্ত্রী। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে চলেছে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, পৌর আ’ লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উর্দ্ধতন সহ-সভাপতি এনছান বাহার বুলবুল, পরিচালক মনিরুল ইসলাম মিনি, শেখ আবুল বাসার, সৈয়দ শাহিনুর আলী, কামরুজ্জামান মুকুল, গোলাম আজম, দ্বীনবন্ধু মিত্র, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল তুহিন, দপ্তর সম্পাদক মীর আরিফুজ্জামান প্রমুুখ। মেলায় ইভেন্ট ম্যানেজমেন্টে দায়িত্ব পালন করছেন বেনারসি ইভেন্ট ম্যানেজমেন্ট। উল্লেখ্য, এবারের বাণিজ্য মেলায় ৭২টি স্টল স্থান পেয়েছে । সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোসফিকুর রহমান মিল্টন।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।