এস এম ফয়সাল,নোয়াপাড়া,অভয়নগর প্রতিনিধি: যশোরের অভয়নগর থানার নোয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের মাঠে গতকাল সোমবার সকাল দশটার দিকে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু আন্তঃ কলেজ টুর্নামেন্টের চূড়ান্ত খেলা। খেলায় নোয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে পল্লীগ্রাম মহাবিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।নোয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের পক্ষে একমাত্র গোলটি করেন মোহাম্মদ জীবন।খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মেজবা উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর থানার ইনচার্জ অফিসার এবি এম মেহেদী মাসুদ। উপস্থিত ছিলেন নোয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম মল্লিক এবং নোয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় অধ্যক্ষ রবিউল ইসলাম।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …