আবু ইদ্রিস শমনগর থেকে \ যুবক বয়সে না ফেরার দেশে চলে গেলেন দৃষ্টিপাত পত্রিকার পরিবেশক আব্দুর রউফের খালাতো ভাই তরুণ-যুবক শ্যামনগর সদর ইউনিয়নের চিংড়িখালি গ্রামের মিজানুর রহমানের পুত্র মোঃ সাদ্দাম হোসেন (২২)। পারিবারিক সূত্রে জানা গেছে গত শনিবার রাত বারোটার দিকে ব্রেন স্টোক করেন তিনি। এসময় স্বজনরা তাকে খুলনা আড়াইশ শয্যা হাসপাতালে নিয়ে ভর্তি করে। কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিহাস সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি। গতকাল শনিবার সকাল দশটায় খুলনা আড়াইশ শয্যা হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শোকে পাথর পিতা মাতা। তিন ভাইয়ের মধ্যে বড় তিনি। গত বছর দুয়েক আগে বিয়ে হয়েছে তার। যুবক বয়সে তার মৃত্যু মেনে নিতে পারছেন না আত্মীয়-স্বজনসহ পাড়া প্রতিবেশী।এমন নিদারুণ সময় স্ত্রী প্রসব বেদনায় কাতর অন্যদিকে স্বামীর লাশ দাফন নিয়ে ব্যস্ত স্বজনরা। শোক সহিবার সময় কোথায়? আগত সন্তানকে জন্ম দিতে হাসপাতালে ভর্তি মৃত সাদ্দাম হোসেনের স্ত্রী সুমাইয়া। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গতকাল আসর বাদ জানাজা শেষে তার দাফন কার্য সম্পন্ন করা হয়।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …