বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন চলাকালে আহত মেয়র পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের সঙ্গে সাক্ষাৎ করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের একটি প্রতিনিধি দল।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সহকারী এমআর. করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এ প্রতিনিধি দলে ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় উলামা বিভাগের সেক্রেটারি ড. শায়খ খলিলুর রহমান মাদানী, বরিশাল মহানগরী জামায়াতের আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মাদ বাবর, ঢাকা মহানগরী দক্ষিণ উলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল জব্বার, বরিশাল মহানগরী সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, বরিশাল অল উলামা বিভাগীয় দায়িত্বশীল মাওলানা হাবিবুর রহমান, বরিশাল জেলা উলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা কামরুল ইসলাম খান ও বরিশাল ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আহমাদ বায়জিদ প্রমুখ।
এর আগে সোমবার বরিশালে হাত পাখা প্রতীকের মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ২২ নম্বর ওয়ার্ডে ৮৭ নম্বর কেন্দ্র সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে তার ওপর হামলার ঘটনা ঘটে।