তালা (সাতক্ষীরা) সংবাদদাতা :
তালায় তথ্য আপার ৮৩তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়ছে। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে তালার ইসলামকাটি ইউনিয়নের পালপাড়া গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা সংস্থার তালা উপজেলা চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহার সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি। তথ্য ও সেবা কর্মকর্তা সাথী রানী রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমিন। অতিথিরা বৈঠকে আগত গ্রামীণ নারীদের স্বাস্থ্য, শিক্ষা, সরকারের উন্নয়ন কর্মকান্ড, বিভিন্ন ভাতা, প্রশিক্ষণ, বাল্যবিবাহ ও নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে উপজেলা জাতীয় মহিলা সংস্থা ও তথ্য আপা প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …